/anm-bengali/media/media_files/2025/09/25/screenshot-2025-09-25-7-pm-2025-09-25-21-51-51.png)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, “প্রধানমন্ত্রী আগামীকাল বিহারে এক অনুষ্ঠানে মহিলাদের মধ্যে ৭৫০০ কোটি টাকা বিতরণ করতে যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর ভাবা উচিত শুধু যে রাজ্যে ভোট হতে চলেছে তা নয়, সারা দেশের মানুষের কথাও।”
/anm-bengali/media/post_attachments/86992489-ba6.png)
বাঘেল আরও অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী রাজস্থানে বলেছেন কংগ্রেস নাকি আদিবাসীদের কল্যাণে কাজ করে না। অথচ কংগ্রেসের আমলেই সংবিধান প্রয়োগ হয়েছিল এবং সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। বিজেপিই আসলে সেই দল যারা আদিবাসীদের লুটে নেয়।” কংগ্রেস নেতা জানান, বিজেপি সরকার শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য জনগণকে সুবিধা দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে তাদের নীতি আদিবাসী ও প্রান্তিক মানুষের স্বার্থবিরোধী।
#WATCH | Raipur (Chhattisgarh): Congress leader Bhupesh Baghel said, "The Prime Minister is going to distribute 7500 crore rupees to women in a program in Bihar tomorrow. The Prime Minister should think not only about the state where elections are going to be held, but about the… pic.twitter.com/d9kFhetF0H
— ANI (@ANI) September 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us