মোদী একজন ব্র্যান্ড, এতে কোনো সন্দেহ নেই- রাজ্য কংগ্রেস সভাপতির মুখে এ কি সুর? শোরগোল

মোদীকে নিয়ে ভিন্ন সুর নানা পাটোলের। 

author-image
Aniket
20 Nov 2023
modi rally.jpg

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার ভিন্ন সুরে নিশানা করলেন মহারাষ্ট্রের রাজ্য কংগ্রেসের সভাপতি নানা পাটোলে। তিনি বলেছেন, "মোদী একজন ব্র্যান্ড, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি ব্র্যান্ড মাত্র কিছু সময়ের জন্য থেকে যায়। ব্র্যান্ড আসে এবং যায়। সুতরাং, এই ব্র্যান্ডও এখন পরিবর্তন হবে"।

 

hiring 2.jpeg