BIG NEWS: সভার আগে কোচবিহারের মানুষকে বাংলায় বার্তা! কী লিখলেন মোদী?

কোচবিহারের মানুষকে বাংলায় বার্তা দিলেন মোদী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
narendraa modipm.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ দুপুরে বিজেপির মেগা সভা কোচবিহারে। আসছেন প্রধানমন্ত্রী মোদী। মুখিয়ে বাংলা এবং বিরোধী দলগুলি।

 narendra modi awd1.jpg


এর মধ্যেই বাংলার মানুষকে বাংলায় বার্তা দিলেন মোদী। X হ্যান্ডেলে লেখেন, 'আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি আজ-ই  দুপুর ৩.৩০ নাগাদ বঙ্গ বিজেপির সমাবেশে ভাষণ দিতে।ওখানকার মানুষ আমাদের উন্নয়ন কর্মসূচিকে বিরাটভাবে সমর্থন করছেন আর, আমার দৃঢ় বিশ্বাস ওঁরা আবার বিজেপির প্রতি আস্থা বজায় রাখবেন'।

modibul

 

Add 1