New Update
/anm-bengali/media/media_files/NToV7FaO6920y145FD6P.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ৭০-৮০ টাকা নয়, ১৫ আগস্ট থেকে ৫০ টাকাতেই পাওয়া যাবে টমেটো। মধ্যবিত্তের হেঁষেলে স্বস্তি ফেরাতে গত ১৪ আগস্ট এমন ঘোষণা করে মোদি সরকার। এবার কেন্দ্র জানাল যে আরও কমানো হচ্ছে টমেটোর দাম। আগামী ২০ আগস্ট থেকে প্রতি কেজি টমেটো কিনতে খরচ হবে ৪০ টাকা। জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে উপভোক্তা বিষয়ক বিভাগকে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বলা হয়েছে। আসলে পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে বলেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। সরকারের আশা, যেখানে টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে যায় সেখানে এই উদ্যোগ অনেকটাই স্বস্তি দেবে সাধারণ মানুষকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us