২৫% শুল্ক ও জরিমানা নিয়ে মোদী সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ: ভূপেশ বাঘেলের কটাক্ষ

কি বললেন ভূপেশ বাঘেল?

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-31 10.52.02 PM

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপের ঘটনায় কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, "যেভাবে ট্রাম্প শুল্ক আরোপ করছেন ও জরিমানার কথা বলছেন, তা আমাদের জাতীয় গর্বের অপমান।"

বাঘেল আরও বলেন, "লোকসভায় প্রধানমন্ত্রী মোদী এক ঘণ্টা ৪০ মিনিট ধরে বক্তব্য রাখলেন, অথচ একবারও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। 'T' পর্যন্ত বললেন না।" তিনি সতর্ক করে বলেন, "এই শুল্ক আরোপের পরিণতি কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে। সাধারণ মানুষ ও ব্যবসা ক্ষেত্র এর প্রভাব সরাসরি টের পাবে।" বাঘেলের মতে, এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক ব্যর্থতা এবং মোদী সরকারের ‘বন্ধুত্বের কূটনীতি’র বাস্তব রূপ উন্মোচন করেছে।