/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দীপাবলির আলোয় আলোকিত হওয়ার আগেই দেশের কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM-Kisan Samman Nidhi) প্রকল্পের ২১তম কিস্তির টাকা কালীপুজোর আগেই পৌঁছে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ, দীপাবলির উপহার হিসেবে ২ হাজার টাকা করে পেতে চলেছেন দেশের কোটি কোটি কৃষক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের আওতায় বছরে মোট ৬ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। যা বছরে তিনটি কিস্তিতে পাঠানো হয়—প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে। গত অগস্ট মাসেই কৃষকরা পেয়েছিলেন ২০তম কিস্তির টাকা। আর এবার, কয়েক মাসের ব্যবধানেই আসছে ২১তম কিস্তির টাকা।
যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহেই টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কেন্দ্র জানিয়েছে, শুধুমাত্র সেই কৃষকরাই এই অর্থ পাবেন যাঁদের ব্যাঙ্ক KYC এবং অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে। যাঁরা এখনও এই প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের ব্যাঙ্কে টাকা আসবে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/pMznGx9RbyLixPYoina3.jpeg)
কৃষকদের সুবিধার্থে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কৃষকরা পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Farmer Corner’ সেকশনে ক্লিক করে নিজের পরিচয় ও ঠিকানা দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা সংক্রান্ত রিপোর্ট চেক করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমে এই আর্থিক সাহায্য কৃষকদের হাতে কিছুটা হলেও স্বস্তি দেবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের কৃষক সমাজের আয় বৃদ্ধি ও চাষবাসে উৎসাহ জোগাতেই এই ধারাবাহিক অর্থসাহায্য অব্যাহত থাকবে। এক কথায়, কালীপুজোর আলোয় কৃষকদের ঘরেও এবার ফিরবে হাসির ঝলক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us