/anm-bengali/media/media_files/2024/11/23/1000109731.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সুকান্ত মজুমদারের হাত থেকে শমীক ভট্টাচার্যের হাতে যাওয়ার পর এই প্রথম রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে একটি জনসভা করবেন মোদী। সেই সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গঠিত হয়েছে সাত সদস্যের প্রস্তুতি কমিটিও।
এই সভার সময়কালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন রাজনৈতিক মহল। কারণ, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মহাসভা। তার ঠিক তিন দিন আগেই প্রধানমন্ত্রী রাজ্যে সভা করতে আসছেন। অনেকেই মনে করছেন, ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে এবং তৃণমূলের নির্বাচনী সুর বেঁধে দেওয়ার আগে মোদী শুরু করে দিতে চাইছেন বিজেপির ভোটের প্রচার।
গত ২৯ মে আলিপুরদুয়ারে মোদী সভা করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, কর্মহীনতা, হিংসা ও কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। এবার দক্ষিণবঙ্গের মাটিতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা বিশেষভাবে নজর কাড়বে রাজনৈতিক বিশ্লেষকদের। বিশেষত, শহিদ দিবসের তিন দিন আগে মোদীর জনসভা, অনেকেই মনে করছেন এটি তৃণমূলের মূল প্রচার মঞ্চে প্রভাব ফেলবে বেশ কিছুটা।