ফতেহপুরে সমাধি ভাঙচুর! বিজেপি নেতার দাবি— ‘এটি আসলে হাজার বছরের পুরনো মন্দির’

মন্দিরের ওপর তৈরি করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে ফতেহপুরের সমাধি ভাঙল উন্মত্ত জনতা।

author-image
Tamalika Chakraborty
New Update
fatehpur a

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় সোমবার বড়সড় উত্তেজনা ছড়ায়, যখন এক হিন্দু সংগঠনের সদস্যরা একটি সমাধি ভাঙচুর করেন। তাদের দাবি, এই স্থাপনাটি আসলে একটি মন্দিরের ওপর তৈরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে এবং বিরোধপূর্ণ স্থানের চারপাশে ব্যারিকেড বসানো হয়েছে, যাতে আরও কোনও অশান্তি না ঘটে।

fatehpurs

বিতর্কের সূত্রপাত হয়, যখন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা সভাপতি অভিযোগ করেন যে সদর তহসিল এলাকায় অবস্থিত নবাব আবদুস সামাদের সমাধি আসলে সমাধি নয়, বরং বহু পুরনো একটি মন্দির যা সময়ের সঙ্গে বদলে ফেলা হয়েছে। তাঁর দাবি, এটি প্রায় এক হাজার বছরের পুরনো ঠাকুরজি ও মহাদেবের মন্দির। প্রমাণ হিসেবে তিনি জানান, ওই স্থাপনার ভেতরে পদ্মফুল ও ত্রিশূলের চিহ্ন রয়েছে।