/anm-bengali/media/media_files/5msSnzR3bc1hJxbA42XD.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে "২ সেপ্টেম্বর দিল্লির সুলতানপুরীতে ক্রাইম ব্রাঞ্চের একটি অভিযান হিংসাত্মক হয়ে ওঠে। এই সময় এক দল জনতা অভিযানকারী দলের উপর হামলা চালায়, যার ফলে একজন অফিসার গুরুতর আহত হয়৷ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। এর ফলে ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছিল৷ মাদক পাচারকারী একজনকে নিয়ে আধিকারিকরা যখন ঘটনাস্থল ছেড়ে চলে যেতে উদ্যোত হয়, তখন একদল দুর্বৃত্ত এসে অভিযুক্তকে বহনকারী গাড়ির দিকে পাথর ছুঁড়তে শুরু করে।হেড কনস্টেবল সঞ্জীব ঘটনায় ব্যাপক ভাবে আহত হন। তাঁর নাক ভেঙেছে। চোখ আহত হয়েছে। তাঁর পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে। এখনও অবধি কাউকে আটক করা হয়নি।" জানা গিয়েছে অভিযুক্তদের সন্ধানে দিল্লি সহ আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে। ঘটনার সঙ্গে মাদক পাচারের একটি দল জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। আহত কনস্টেবল বর্তমানে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/uaYf7maKGUMe7ngKOTnl.jpg)
Delhi Police Crime Branch says, "Delhi Police Crime Branch raids in Sultanpuri, Delhi, turned violent on 2nd September when a mob attacked the raiding team, leaving one officer seriously injured. The raid was conducted based on secret information and resulted in the recovery of a…
— ANI (@ANI) September 3, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)