নিজস্ব সংবাদদাতা : আজ জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করতে গিয়ে, কেন্দ্রকে চরম আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। তিনি বলেন, ''এটি আসলে কোনও শিক্ষানীতিই নয়, এটি একটি 'গেরুয়াকরণ নীতি'। এই নীতি ভারতের উন্নয়নের জন্য নয়, বরং সারা ভারত জুড়ে হিন্দির প্রসারের জন্য তৈরি করা হয়েছে।''
/anm-bengali/media/media_files/ictGeNkvljf1pJDtXmRj.jpg)
এছাড়াও তিনি বলেন, ''আমরা এর বিরোধিতা করছি, কারণ এই নীতি তামিলনাড়ুর শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেবে।''