New Update
/anm-bengali/media/media_files/2025/05/21/1000207949-272295.jpg)
নিজস্ব সংবাদদাতা : মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা ঘোষণা করলেন, রাজ্যে এখন আর একজনও নিরক্ষর নেই। অর্থাৎ মিজোরাম এখন ভারতের প্রথম “পূর্ণ শিক্ষিত রাজ্য”। বহু বছর ধরে এই তকমা ছিল কেরলের দখলে, এবার সেটাই কেড়ে নিল ছোট্ট পাহাড়ি রাজ্য।
/anm-bengali/media/media_files/2025/05/21/1000207948-615142.jpg)
প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা, শিক্ষকদের নিষ্ঠা এবং মানুষের আগ্রহেই সম্ভব হয়েছে এই ঐতিহাসিক সাফল্য। গোটা দেশ এখন মিজোরামের দিকেই তাকিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us