/anm-bengali/media/media_files/2025/07/30/ambulance-2025-07-30-08-30-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের শিবপুরি জেলার মালবারবে গ্রামে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। কীটনাশকে সংরক্ষিত গম থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের বাবা-মা।
ঘটনাটি সামনে আসে গভীর রাতে, যখন পোহরি থানা এলাকার অধীন মালবারবে গ্রামে এক পরিবারের চারজন সদস্যকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ বছরের গিরিরাজ ধাকড়, তাঁর স্ত্রী পূনম (২৮), তিন বছরের ছেলে আধিক এবং পাঁচ বছরের মেয়ে মানবী একসাথে ঘুমাচ্ছিলেন। তাঁদের ঘরের মধ্যেই একটি কোণে কীটনাশক মিশিয়ে সংরক্ষণ করা হয়েছিল গমের স্তূপ।
পুলিশ জানায়, সম্ভবত সেই গম থেকেই নির্গত হয় বিষাক্ত গ্যাস, যা ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। গভীর রাতে ওই গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় দুই শিশুর। একই গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গিরিরাজ ও তাঁর স্ত্রী পূনম। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং গোটা বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে থাকা ভাটনাওয়ার আউটপোস্ট ইনচার্জ সীমা ধাকড় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধকেই মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনাটি সামনে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে প্রশ্ন উঠছে, কীভাবে কীটনাশকযুক্ত গম মানুষের বসবাসের ঘরে রাখা হল, যেখানে শিশুরাও ঘুমাচ্ছিল?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us