অসুস্থ নন, ভ্রমণে ব্যস্ত! আসারামের জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে নির্যাতিতা

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসারামের ছ’মাসের জামিন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন নাবালিকা নির্যাতিতার। চিকিৎসা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

author-image
Tamalika Chakraborty
New Update
asaram bapu

নিজস্ব সংবাদদাতা:  নাবালিকা ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু Asaram-এর জামিন বাতিলের দাবিতে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্যাতিতা। গত অক্টোবর মাসে রাজস্থান হাইকোর্ট এবং নভেম্বরে গুজরাট হাইকোর্ট চিকিৎসার কারণ দেখিয়ে আসারামকে অন্তর্বর্তী জামিন দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে।

নির্যাতিতার আইনজীবী অলজো জোসেফ জানান, আসারাম অসুস্থ নন। জামিন পাওয়ার পর থেকেই তিনি আহমেদাবাদ, যোধপুর, ইন্দোর-সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাই চিকিৎসার অজুহাতে পাওয়া জামিন বাতিল করা হোক বলে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।

Supreme court
ফাইল চিত্র

আইনজীবীর আরও দাবি, আগস্ট মাসে হাইকোর্ট যে মেডিক্যাল বোর্ড গঠন করেছিল, তারা স্পষ্টভাবে জানিয়েছিল আসারাম স্থিতিশীল ছিলেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। দীর্ঘদিন কোনও হাসপাতালেও তাঁর নিয়মিত চিকিৎসা হয়নি। কেবল যোধপুরে আয়ুর্বেদিক চিকিৎসা চলছে, যা জীবনঘাতী অসুস্থতার প্রমাণ নয় বলেই দাবি আইনজীবীর।

উল্লেখ্য, ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৮৪ বছর বয়সি আসারামকে চলতি মাসের শুরুতেই ছ’মাসের জন্য জামিন দেয় গুজরাট হাইকোর্ট। বিচারপতি ইলেশ ভোরা ও আর টি ভাচানি চিকিৎসার কারণ দেখিয়েই তাঁকে অস্থায়ী মুক্তি দিয়েছিলেন। এবার সেই জামিনের বিরুদ্ধেই নতুন করে আইনি লড়াই শুরু করলেন নির্যাতিতা।