BREAKING : কংগ্রেসের 'গায়েব' পোস্ট নিয়ে কড়া সমালোচনা করলেন মিলিন্দ দেওরা

কি বললেন মিলিন্দ দেওরা ?

author-image
Debjit Biswas
New Update
shivsena mp milind .jpg

নিজস্ব সংবাদদাতা : এবার কংগ্রেসের 'গায়েব' পোস্ট এবং পাকিস্তানপন্থী মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ মিলিন্দ দেওরা।

v

তিনি বলেন,''পহেলগাঁও হামলার পর কেন্দ্র যখন সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে প্রায় সব দল পাকিস্তান ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে সমর্থন করেছিল। কিন্তু এর পরে কিছু বিরোধী দল এখন ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। কেউ কেউ আবার বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হওয়া উচিৎ নয়।"