সবার মাঝে প্রধানমন্ত্রী! ভরসা কাটকাউট

সবার মাঝে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! অভিনব জন্মদিন পালন গুজরাটে। উদ্যোক্তা বিজেপির সংখ্যালঘু সেল।

author-image
Pallabi Sanyal
17 Sep 2023
sadxsd



নিজস্ব সংবাদদাতা : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন। দেশব্য়াপী চলছে উদযাপন। গুজরাটও পিছিয়ে নেই। গুজরাটে বিজেপির সংখ্যালঘু সেলের তরফে উদযাপিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। রীতিমতো কেক কেটে হল উদযাপন। শুধু তাই নয়, সেই কেক খাইয়ে দেওয়া হল প্রধানমন্ত্রীকেও। অবাক হচ্ছেন তো? প্রধানমন্ত্রীর বিশাল কাটআউট তৈরি করে এভাবেই অভিনব জন্মদিন পালিত হল গুজরাটে।