New Update
/anm-bengali/media/media_files/8FdI9AjolHXmqwuvn9AN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান সময়ে সকলে একটি বিষয় নিয়েই বেশি আলোচনা করছেন, আর তা হল বিহারের (Bihar) রাজনৈতিক পরিস্থিতি। বিহারে এখন যেন মুহূর্তে মুহূর্তে রহস্য উন্মোচন হচ্ছে। ‘মহাগঠবন্ধন’ ছেড়ে কি এনডিএ-তে ফিরবেন নীতীশ কুমার (Nitish Kumar)? জল্পনা তুঙ্গে রয়েছে সেই নিয়ে। এদিকে এসবের মাঝেই প্রকাশ্যে এল আরও বড় খবর। পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে জেডিইউ (JDU) বিধায়ক ও দলের নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়েছে।
Bihar | A meeting of JD(U) MLAs and leaders of the party begins at the residence of CM Nitish Kumar in Patna.
— ANI (@ANI) January 28, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us