হটস্পট রাজ্য, হাইভোল্টেজ বৈঠকে বিজেপি বিধায়করা

৩ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে কি বৈঠক ফলপ্রসু হবে?

author-image
SWETA MITRA
New Update
bjp lok.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থান…এই তিন রাজ্যে এখনও অবধি মুখ্যমন্ত্রী বাছাই করে উঠতে পারেনি বিজেপি (BJP) দল। এদিকে এই নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বিজেপির। আজবিজেপিরকেন্দ্রীয়পর্যবেক্ষকঅর্জুনমুন্ডা, সর্বানন্দসোনোয়ালএবংদুষ্মন্তকুমারগৌতমছত্তিশগড়েপৌঁছেছেন।ছত্তিশগড়ে আজ বিজেপি বিধায়ক দলের বৈঠক হবে।