ভারতকে হুমকি দিয়ে রাশিয়া থেকে নিজেই দেদার আমদানি করছে আমেরিকা ! বড় তথ্য তুলে ধরলেন রণধীর জয়সওয়াল

মুখ পুড়লো আমেরিকার।

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতের উপর কড়া শুল্কের বোঝা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। কিন্তু এরমাঝেই এবার খোদ আমেরিকার বিরুদ্ধেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন,''আমেরিকা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, ইভি (ইলেকট্রিক ভেহিকল) শিল্পের জন্য প্যালাডিয়াম এবং সার সহ অন্যান্য রাসায়নিক আমদানি অব্যাহত রেখেছে।" অর্থাৎ রাশিয়া থেকে আমদানি করার কারণে ভারতকে সমালোচনা করলেও বাস্তবে রাশিয়া থেকে নিজেই আমদানি চালিয়ে যাচ্ছে আমেরিকা। ভারতের এই জবাবে যথেষ্ট চাপে পড়েছে আমেরিকা। 

Randhir Jaiswalqw2.jpg