তুরস্ককে সম্পর্ক রাখতে গেলে এবার মানতে হবে ভারতের শর্ত, জানিয়ে দিল বিদেশমন্ত্রক

মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Randhir Jaiswalq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তুরস্ক সম্পর্কে এই মুহুর্তে দেশের অবস্থান স্পষ্ট। শত্রুদেশকে সাহায্যকারী দেশ, আর যাই হোক ভারতের বন্ধু নয় অন্তত এমনটা মেনে চলছেন প্রত্যেকে। যার জন্যে বাণিজ্য, পর্যটন সবে বয়কট করা হয়েছে তুরস্ককে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিন তিনি বলেন, “আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করার এবং কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে। সম্পর্ক একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে তৈরি হয়। তা না থাকলে সম্পর্কও থাকে না। সেলিবি বিষয়টি এখানে তুর্কি দূতাবাসের সাথে আলোচনা করা হয়েছে। তবে আমি বুঝতে পারি যে এই বিশেষ সিদ্ধান্তটি বেসামরিক বিমান চলাচল সুরক্ষা দ্বারা নেওয়া হয়েছে”। 

turkey