ইরান যাত্রায় ভিসা ছাড় বাতিল করলো ভারত ! ২২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম

কি আছে এই নতুন নিয়মে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় নাগরিকদের মুক্তিপণের জন্য অপহরণের একাধিক ঘটনার জেরে ইরানের ভিসা ছাড়ের (visa waiver) সুবিধা বাতিল করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক জরুরি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, ইরান সরকার এই সুবিধা বাতিল করেছে, যা আগামী ২০২৫ সালের ২২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে।

বিদেশ মন্ত্রকের নজরে এসেছে যে একাধিক ভারতীয় নাগরিককে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার আশ্বাস দিয়ে ভুল পথে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য উপলব্ধ ভিসা ছাড়ের সুবিধার সুযোগ নিয়ে অপরাধমূলক চক্র এই কাজ করছিল। কিন্তু ইরানে পৌঁছনোর পর তাঁদের অনেককেই অপহরণ করা হয় এবং তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

Randhir Jaiswalqw2.jpg

অপরাধমূলক উপাদান দ্বারা এই সুবিধার অপব্যবহার রোধ করার উদ্দেশ্যেই ইরান সরকার এই ব্যবস্থা নিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য অবশ্যই ভিসা নিতে হবে।