/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় নাগরিকদের মুক্তিপণের জন্য অপহরণের একাধিক ঘটনার জেরে ইরানের ভিসা ছাড়ের (visa waiver) সুবিধা বাতিল করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক জরুরি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, ইরান সরকার এই সুবিধা বাতিল করেছে, যা আগামী ২০২৫ সালের ২২ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে।
বিদেশ মন্ত্রকের নজরে এসেছে যে একাধিক ভারতীয় নাগরিককে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার আশ্বাস দিয়ে ভুল পথে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য উপলব্ধ ভিসা ছাড়ের সুবিধার সুযোগ নিয়ে অপরাধমূলক চক্র এই কাজ করছিল। কিন্তু ইরানে পৌঁছনোর পর তাঁদের অনেককেই অপহরণ করা হয় এবং তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/u08nL3B4aAA8emELOIhd.jpg)
অপরাধমূলক উপাদান দ্বারা এই সুবিধার অপব্যবহার রোধ করার উদ্দেশ্যেই ইরান সরকার এই ব্যবস্থা নিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য অবশ্যই ভিসা নিতে হবে।
MEA issues advisory on suspension of visa waiver facility extended to Indian nationals travelling to Iran
— ANI (@ANI) November 17, 2025
"The attention of Government has been drawn to several incidents of Indian nationals being lured to Iran on false promises of employment or with assurances of onward transit… pic.twitter.com/lRUgKnX6LC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us