BREAKING : সারা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন এই হেভিওয়েট নেতা

এবার নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন এই হেভিওয়েট নেতা।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন তামিলনাড়ুর এমডিএমকে (MDMK) প্রধান ভাইকো। তিনি বলেন,''কিছু নেতা এমনটা দাবি করছেন যে পহেলগাঁও  হামলা আসলে দেশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার ফল। তবে আমি আনন্দিত যে কেপ কোমরিন থেকে কাশ্মীর পর্যন্ত, আজ গোটা ভারত এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে।"

VAIKO

এরপর তিনি বলেন,''সারা দেশের  মানুষের এই ঐক্যই, এই সঙ্কটের সময়ে ভারতের সবচেয়ে বড় শক্তি।''