/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা:ছত্তিসগড়ের করবা শহরে সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার হোস্টেলের ঘর থেকে উদ্ধার হলো প্রথম বর্ষের এক এমবিবিএস ছাত্রের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন।
মৃত ছাত্রের নাম হিমাংশু কাশ্যপ, বয়স ২৪। তার ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল— "আমি পারলাম না, দুঃখিত বাবা।" এই কয়েকটি শব্দই যেন তার মানসিক অবস্থার ইঙ্গিত দিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হিমাংশুর সেদিন সকালে পরীক্ষা ছিল। কিন্তু সময়মতো পরীক্ষার হলে না পৌঁছালে সহপাঠীরা তার খোঁজ নিতে হোস্টেলে যায়। তারা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে আটকানো। বারবার ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে সহপাঠীরা দরজা ভেঙে দেন। তখনই চোখে পড়ে হিমাংশুর ঝুলন্ত দেহ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (ADR) নথিভুক্ত করা হয়েছে, তবে বিস্তারিত তদন্ত চলছে।
কলেজের ডিন ডঃ কে.কে. সাহারে জানিয়েছেন, হিমাংশু গত ২০২৪ সালের প্রথম বর্ষের পরীক্ষায় ফেল করেছিলেন এবং এবার ফের পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবার ও সহপাঠীদের ধারণা, পড়াশোনা ও পরীক্ষার চাপেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর কলেজে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-সহপাঠীরা সবাই শোকাহত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us