/anm-bengali/media/media_files/Flq8CC4HzTmyFyiryLk1.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২ দিনের কর্মসূচীর পর আজ কলকাতায় ফিরছেন তৃণমূলের প্রতিনিধিরা। যে ৪০ জনকে গতকাল দিল্লি পুলিশ আটক করেছিল, কৃষি ভবন থেকে টেনে-হিঁচড়ে বের করা হয়েছিল, তারাই আজ ফিরছেন কলকাতায়। গত রাতের ওই ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নজরুল ইসলামকে স্মরণ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
সকাল বেলায় এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বলেন, “বিজেপির পুলিশ হয়তো ভুলে গেছে যে আমরা সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দশক ধরে তৎকালীন ক্ষমতাসীন শক্তির নিপীড়নের মুখে বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই প্রতিটি আঘাত আমাদের আরও শক্তিশালী করবে। আমরা বাংলা এবং বাংলার মানুষের জন্য লড়াই চালিয়ে যাব। ভারতের মানুষ গণতন্ত্রের এই কালো দিনটিকে মনে রাখবে”। এরপরই নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু পংক্তি তুলে ধরেন মেয়র, যা ইতিমধ্যেই চর্চিত সোশ্যাল মিডিয়ায়।
The BJP & their police may have forgotten that we the soldiers of @MamataOfficial have emerged as the voice of the people of Bengal after facing decades of oppression by the then forces in power.
— FIRHAD HAKIM (@FirhadHakim) October 4, 2023
Fighting against those in power is what has shaped us & each blow rained upon us…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us