/anm-bengali/media/media_files/wyzichWV1YZXtREpdIpR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে আন্দোলনকারী কুস্তিগীরদের (Wrestlers Protest) কথা। রবিবার প্রশাসনের ক্ষমতার বিরুদ্ধে এঁটে উঠতে পারেননি দেশের তারকা কুস্তিগীররা। তাদের সঙ্গে পুলিশের এহেন আচরণ করা কি ঠিক হয়েছে? উঠছে এই প্রশ্ন। এবার ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন মায়াবতী (Mayawati)। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, "বিশ্ব কুস্তিতে ভারতের নাম উজ্জ্বল করা ভারতীয় কন্যারা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। এই কন্যাদের ন্যায়বিচার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে।"
विश्व कुश्ती में भारत का नाम रौशन करके गौरवपूर्ण स्थान पाने वाली भारतीय बेटियाँ कुश्ती फेडरेशन आफ इण्डिया के प्रमुख पर शोषण के गंभीर आरोपों के विरुद्ध कार्रवाई की माँग को लेकर आन्दोलन करने को मजबूर हैं। इन बेटियों को न्याय दिलाने के लिए केन्द्र सरकार को जरूर आगे आना चाहिए।
— Mayawati (@Mayawati) May 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us