মাওবাদ-বিরোধী অভিযানে ঐতিহাসিক সাফল্য ! KB ডিভিশন নেতা কবির সহ ১০ মাওবাদীর আত্মসমর্পণ, উপস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদব

মাওবাদ-বিরোধী অভিযানে বড় সাফল্য।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের মাওবাদ-বিরোধী অভিযানে এক ঐতিহাসিক সাফল্য এলো। কানহা-ভোরেমদেও (KB) ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সুরেন্দর ওরফে কবির সহ মোট ১০ জন শীর্ষস্থানীয় মাওবাদী আত্মসমর্পন করেছেন। জানা গেছে, শনিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর কাছে এই আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রবিবার একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে তাঁরা অস্ত্র সমর্পণ করবেন।

এটি মধ্যপ্রদেশের মাওবাদ-বিরোধী ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য আত্মসমর্পণগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ আত্মসমর্পণকারী: আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের স্পেশাল এমএমসি জোনের (Special MMC Zone) সচিব সুরেন্দর ওরফে কবির। তিনটি রাজ্য জুড়ে তাঁর মাথার দাম ছিল ৭৭ লক্ষ টাকা।

mohan yadav

উদ্ধার: আত্মসমর্পণকারীরা নিজেদের সঙ্গে একে-৪৭ রাইফেল, এসএলআর, ইনসাস রাইফেল, গ্রেনেড ও ডেটোনেটর সহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছেন।

অবস্থান: কবীরের আত্মসমর্পণের ফলে মান্ডলা জেলায় মাওবাদীদের উপস্থিতি প্রায় নিশ্চিহ্ন হলো বলে মনে করা হচ্ছে।

এই আত্মসমর্পণ এমন সময়ে ঘটল যখন সম্প্রতি নিরাপত্তা বাহিনীর হক্ ফোর্সের পরিদর্শক আশিষ শর্মা মাওবাদীদের হামলায় শহীদ হন। এরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের অভিযান আরও জোরালো করে, যার ফলস্বরূপ মাওবাদী সংগঠনগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।

মাওবাদীদের আত্মসমর্পণকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা পুনর্বাসন নীতির গুরুত্ব তুলে ধরবে।