নিজস্ব সংবাদদাতা : দিল্লির মোহন গার্ডেন (Mohan Garden) এলাকায় এক ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে এখানকার জি লরেন্স স্কুলের (G Lawrence School) বাইরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর পরই আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
মোহন গার্ডেন থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতা অথবা কোনো স্থানীয় বিবাদের জেরে এই হামলা ঘটে থাকতে পারে।
পুলিশ এই ঘটনায় পলাতক আততায়ীদের সন্ধানে এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
VIDEO | Delhi: A youth was shot at outside G Lawrence School in Mohan Garden area late last night, shooters absconding.#DelhiNews#DelhiPolice
— Press Trust of India (@PTI_News) November 20, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/we0qCFxBaC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us