দিল্লিতে মাওবাদী কমান্ডারের সমর্থনে বিক্ষোভ ! পুলিশের ওপর পিপার স্প্রে করে আক্রমণের চেষ্টা, আইনি পদক্ষেপ শুরু

কি হল দিল্লিতে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : রাজধানী দিল্লিতে আইন-শৃঙ্খলার গুরুতর অবনতির এক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিদমার সমর্থনে একদল বিক্ষোভকারী পুলিশের ওপর পিপার স্প্রে ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ।

naxal

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা মাওবাদী কমান্ডার মাদভি হিদমার পোস্টার হাতে নিয়ে জমায়েত হয়েছিল। নিহত কমান্ডারকে 'শহিদ' হিসেবে তুলে ধরে তারা এক সময়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। দিল্লি পুলিশ জানায়,''বিক্ষোভকারীরা মাওবাদী কমান্ডার মাদভি হিদমার (যিনি সম্প্রতি সংঘর্ষে নিহত হয়েছেন) পোস্টার হাতে নিয়েছিল। যখন তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে, পুলিশ তখন তাদের সরাতে গেলে তারা পুলিশ কর্মীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে এবং আক্রমণ করার চেষ্টা করে।"