Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/TnICI4fLH8xN7Kl8pXDQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনের বাইরে প্রবল বিক্ষোভ দেখালেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) কর্মীরা। এই বিক্ষোভের মূল লক্ষ্য ছিলেন মসাহুড়ি (Masaurhi) কেন্দ্রের বর্তমান আরজেডি বিধায়ক রেখা দেবী (Rekha Devi)। আজ বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারীরা রেখা দেবীর বিরুদ্ধে স্লোগান দেন এবং দলীয় নেতৃত্বের কাছে দাবি জানান যে, আসন্ন নির্বাচনে যেন তাঁকে আর টিকিট না দেওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/DgZroTECcxbuQqf5V4c1.jpeg)
জানা গেছে, রেখা দেবীর কার্যকারিতা এবং এলাকার জনগণের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কারণেই এই বিক্ষোভের সূত্রপাত। বিক্ষোভকারী আরজেডি কর্মীরা মনে করছেন, তাঁকে পুনরায় টিকিট দিলে দলটি ওই আসনে পরাজিত হতে পারে। যদিও আরজেডি নেতৃত্বের পক্ষ থেকে এই বিক্ষোভ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us