সাইক্লোন 'দিতওয়া'-এর প্রভাব: নাগাপট্টিনমে ৯,০০০ একর জমিতে লবণ উৎপাদন বিপর্যস্ত

কেন হল ৯,০০০ একর জমিতে লবণ উৎপাদন বিপর্যস্ত ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় 'দিতওয়া'-এর প্রভাবে তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের লবণ শিল্পে বড়সড় আঘাত হেনেছে। নাগাপট্টিনম জেলার বেদারান্যম (Vedharanyam) এলাকায় একটানা বৃষ্টিপাতের ফলে প্রায় ৯,০০০ একর জমিতে বিস্তৃত লবণ উৎপাদন ক্ষেত্রগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

cyclone

বেদারান্যম এলাকাটি তামিলনাড়ুর অন্যতম প্রধান লবণ উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এই লবণ ক্ষেত্রগুলিতে জল জমে যাওয়ায় লবণ প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে লবণ চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।