/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন পৌরনিগম উপনির্বাচন (MCD Bye-election)-কে সামনে রেখে দক্ষিণ-পূর্ব দিল্লিতে নজরদারি বাড়ানোর সময় ওখলা মোড় সংলগ্ন প্রধান এমবি রোড থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় ১০৮ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল (২৫ নভেম্বর) বিকেলে নিয়মিত টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক গাড়িকে থামানো হয়। সেটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হুইস্কির বোতল উদ্ধার হয়, যেগুলিতে "কেবলমাত্র হরিয়ানায় বিক্রির জন্য" লেবেল লাগানো ছিল। এই ঘটনার প্রেক্ষিতে গাড়ি চালককে আটক করা হয়েছে। ধৃত ওই ব্যক্তি MCD উপনির্বাচনের একজন প্রার্থীর আত্মীয় বলে জানা গেছে, যিনি সাঙ্গম বিহারের ১৬৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশের তদন্তে আরও জানা গেছে যে উদ্ধার হওয়া গাড়িটি ওই একই রাজনৈতিক দলের এক বর্তমান কাউন্সিলরের নামে নথিভুক্ত।
VIDEO | Delhi: 108 bottles of illicit liquor seized in Okhla during enhanced patrolling in view of the upcoming MCD bye-election.
— Press Trust of India (@PTI_News) November 26, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/MnRLEonKpB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us