উধমপুরে ভয়াবহ ভূমিধস, পেট্রোল পাম্প চাপা পড়ল ধ্বংসস্তূপের নীচে

পেট্রোল পাম্প চাপা পড়ল ধ্বংসস্তূপের নীচে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-25 9.10.33 AM

নিজস্ব সংবাদদাতা: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে রবিবার রাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল। প্রবল বৃষ্টিপাতের জেরে উদ্যমপুর জেলার বালিনাল্লাহ এলাকার কাছে হঠাৎ পাহাড় ধসে বিশাল অংশ ভেঙে পড়ে জাতীয় সড়কের ওপর। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে একটি পেট্রোল পাম্প। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টিপাতে মাটি নরম হয়ে যাওয়ায় এই ভূমিধস ঘটে। প্রচণ্ড শব্দে বিশালাকার পাথর ও কাদা নেমে আসে নীচে। মুহূর্তের মধ্যে পেট্রোল পাম্পটি চাপা পড়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।