গয়নার দোকানে মাস্ক পরা দুষ্কৃতীদের গুলি, লক্ষাধিক টাকার গয়না লুঠ

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
gun

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের মান্ডলা শহরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় এখানকার কাটরা এলাকার কাছে 'আয়ুশি জুয়েলার্স' নামে একটি সোনার দোকানে মাস্ক পরা দুষ্কৃতীরা গুলি চালিয়ে দোকানের মালিককে আহত করে লক্ষাধিক টাকার গয়না লুঠ করে পালিয়েছে।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ পুলিশ খবর পায় যে, একটি গাড়িতে করে আসা চারজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং গুলিও চালায়।

Police

ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, দোকানের মালিক ব্যাগ তুলে দিতে রাজি না হলে পিস্তলধারী হামলাকারীরা তাঁকে হুমকি দেয় এবং দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ২ থেকে ৩ রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে দোকানের মালিক আহত হন।

খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা গয়না নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং সিসিটিভি ফুটেজ (CCTV FOOTAGE) খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই জনবহুল এলাকায় দিনের বেলায় ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।