ইডি-আয়কর আধিকারিক সেজে ভয় দেখিয়ে লুঠ ! গয়না ব্যবসায়ীর কাছ থেকে ২.৯ কেজি সোনার ডাকাতি

কর্নাটকে ভয়াবহ ডাকাতি।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের চেন্নাম্মা সার্কেলের কাছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুষ্কৃতী কেন্দ্রীয় সংস্থা ইডি (Enforcement Directorate) এবং আয়কর (Income Tax) আধিকারিকের ছদ্মবেশে এক গয়না ব্যবসায়ী সুদিন এমআর-এর বাড়িতে প্রবেশ করে প্রায় ২.৯ কেজি সোনা এবং ২ লক্ষ টাকা নগদ লুঠ করে চম্পট দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গয়না ব্যবসায়ী সুদিন এমআর-কে 'তল্লাশি' চালানোর ভয় দেখিয়ে এবং আইনি ব্যবস্থার হুমকি দিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। লুঠ হওয়া ২.৯ কেজি সোনার আনুমানিক মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে উপশহর (Suburban) পুলিশ এবং সিসিবি (City Crime Branch)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই হাই-প্রোফাইল মামলার গুরুত্বের কারণে বর্তমানে দুই সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

Police

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে এই লুঠপাটে এমন কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে, যারা ব্যবসায়ী সুদিন এমআর-এর পূর্ব পরিচিত। অর্থাৎ, এই ঘটনাটি একটি পরিকল্পিত 'ইনসাইড জব' হতে পারে, যেখানে লুঠকারীরা ব্যবসায়ীর সম্পত্তি ও গতিবিধি সম্পর্কে জানত। সিসিবি এখন ব্যবসায়ীর পরিচিত মহলে এবং তাদের আর্থিক লেনদেনের রেকর্ড খতিয়ে দেখছে।