New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : দিল্লির ওয়াজিরপুর (Wazirpur) এলাকাতে অবস্থিত একটি বাসন তৈরির কারখানায় (utensil factory) আজ এক ভয়াবহ আগুন লাগার খবর সামনে এসেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই আগুন নেভানোর কাজ পুরোদমে চলছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকল বাহিনী এসে উপস্থিত হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছেন।
![]()
তবে আগুন লাগার আসল কারণ এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর আছে কিনা, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us