বাজি কারখানায় ভয়াবহ আগুন ! আহত ৮

কোথায় ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : আজ অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার, রায়াবরম মণ্ডলের কোমারিপালেম গ্রামের লক্ষ্মী গণপতি ফায়ারওয়ার্কস (Lakshmi Ganapathi Fireworks) ইউনিটে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আটজন গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাজি তৈরির সময় এই আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Fire

এই খবর পেয়ে আনাপারথি (Anaparthi)-র বিধায়ক নাল্লামিল্লি রামকৃষ্ণ রেড্ডি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এই অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।