কোটার EV শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ! শর্ট সার্কিট থেকে বিপর্যয়, পুড়ে ছাই একাধিক ইলেকট্রিক বাইক

কি করে হল এই অগ্নিকান্ড ?

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের কোটায় একটি ইলেকট্রিক ভেহিকল (EV) শোরুমে আজ ভয়াবহ আগুন লাগার খবর সামনে এসেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়েই দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শোরুমের ভেতরে পার্ক করা অবস্থায় থাকা একাধিক ইলেকট্রিক বাইক ও স্কুটার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় শোরুমের ব্যাপক ক্ষতি হয়েছে।

Fire

অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত আগুন গোটা শোরুমের ভেতরে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা ইলেকট্রিক গাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।