/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার (Vasant Vihar) এলাকার একটি নাইট শেল্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে দু'জন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন কিশোরও রয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসেস (DFS) জানিয়েছে, বসন্ত বিহারের কুলী ক্যাম্প (Coolie Camp) সংলগ্ন রেইন বাসেরা (নাইট শেল্টার)-এ আগুন লাগার খবর ভোর ৩:২৮ মিনিটে পাওয়া যায়। দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন অর্জুন (১৮) এবং বিকাশ (৪২)। তাদের দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
![]()
এই নাইট শেল্টারটি ২২ বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন,"রাত আড়াইটা নাগাদ ধোঁয়া উঠতে শুরু করে। ভেতরের লোকেরাই বলতে পারবে কীভাবে আগুন লেগেছিল। আমরা শুনলাম লোকেরা চিৎকার করছে যে একটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। আমরা সবাই বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসি।"
যদিও স্থানীয়রা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কথা বলছেন, তবে আগুন লাগার আসল কারণ কী তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং নাইট শেল্টারটি সরকারি বা বেসরকারি, তা খতিয়ে দেখা হচ্ছে।
Delhi: A fire broke out at the Vasant Vihar night shelter, resulting in the death of two people.
— IANS (@ians_india) December 1, 2025
A local resident says, "This night shelter has been here for at least 22 years in Vasant Vihar. Around 2:30 a.m., smoke started rising. Only those inside can say how it started. We… pic.twitter.com/OXRRpRa1ym
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us