New Update
/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23-pm-2025-11-23-16-23-13.png)
নিজস্ব সংবাদদাতা: হাপুর জেলার চিতাউলি রোড এলাকার কাছে একটি স্ক্র্যাপ কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে গোটা কারখানা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি করে দমকল বিভাগকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার টেন্ডার পৌঁছায়।
/anm-bengali/media/post_attachments/0186f008-4a1.png)
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে ধারণা। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে।
#WATCH | Hapur (Uttar Pradesh): Massive fire engulfs scrap factory near Chitauli Road area. pic.twitter.com/z1xW5kuyxV
— ANI (@ANI) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us