/anm-bengali/media/media_files/u1jyMSd3GDFs7RnDG2zj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ, যার জেরে কেঁপে উঠল গোটা লোকালয়। বিস্ফোরণের জেরে উড়ল কারখানার শ্রমিকদের হাত-পা, কার্যত ধুয়ে-মুছে সাফ চত্বর। শনিবার দৌলতাবাদে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৪ শ্রমিকের। আহত আরও ১০ জন।
4 Dead In Huge Blast At A Factory In Gurugram pic.twitter.com/UL4s7Qridj
— Shakeel Yasar Ullah (@yasarullah) June 22, 2024
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গুরুগ্রামের দৌলতাবাদ শিল্পাঞ্চলে বিস্ফোরণ হয়। একটি ফায়ারবল তৈরির কারখানা, যা অগ্নিনির্বাপণ যন্ত্রে ব্যবহার হয়, সেই জিনিস তৈরির কারখানায় বিস্ফোরণ হয়। একের পর এক বিস্ফোরণ হতেই থাকে। এর জেরে গুরুতর জখম হয় কারখানার কর্মী-শ্রমিকরা। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৪টি ইঞ্জিন। এক আধিকারিক জানান, আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে আশেপাশের সমস্ত দমকল দফতর থেকে ইঞ্জিন আনা হয়েছিল। একের পর এক ইঞ্জিন যখন পৌঁছাচ্ছে, তখনও লাগাতার বিস্ফোরণ হয়ে চলেছিল কারখানায়। বিস্ফোরণের জেরে আশেপাশের একাধিক বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। রাতভর বিস্ফোরণ হয়। কীভাবে এই কারখানায় এমন ভয়ঙ্কর আগুন লাগল, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us