/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের পাতিয়ালার এক গ্রামাঞ্চলে রবিবার ঘটল এক মর্মান্তিক ঘটনা। একটি টয়োটা ফর্চুনার এসইউভির ভিতর থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে তেপলা বানুর গ্রামের কাছে জাতীয় সড়কের ধারে, যেখানে গাড়িটি নির্জন রাস্তার পাশে দাঁড় করানো ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সনদীপ সিং রাজপাল (৪৫), তার স্ত্রী মন্দীপ কৌর (৪২) এবং তাদের ১৫ বছরের ছেলে, অভয় সিং। সনদীপ একজন প্রপার্টি ডিলার ছিলেন এবং পরিবারটি মোহালির বাসিন্দা।
পুলিশ আধিকারিক মনজিত সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির ভিতরে তিনজনেরই গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে এবং গাড়ির কেবিনের ভিতরের প্লাস্টিকে রক্ত ছিটিয়ে থাকার চিহ্ন রয়েছে। সনদীপ ছিলেন চালকের আসনে, তার স্ত্রী সামনের যাত্রীর সিটে এবং ছেলে ছিল পিছনের সিটে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
কয়েকজন স্থানীয় কৃষক সকালে গাড়িটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। এরপর রাজপুরার পুলিশ আধিকারিক মনজিত সিং, অর্জদীপ শর্মা, হরদেব সিং, জসবিন্দর পাল এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার পিছনে আত্মহত্যার সম্ভাবনা থাকলেও এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us