মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণ আন্দোলন স্থগিত, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মন্তব্য

কি বললেন উপমুখ্যমন্ত্রী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-02 9.22.24 PM

নিজস্ব সংবাদদাতা: মারাঠা সংরক্ষণ আন্দোলন ঘিরে মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটল। আন্দোলনের নেতৃত্বে থাকা মনোজ জারাঙ্গে পাটিলের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। সরকারের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এ প্রসঙ্গে বলেন, “মনোজ জারাঙ্গে পাটিল সবসময় মারাঠা সমাজের ন্যায়বিচারের জন্য আন্দোলন করে এসেছেন। তিনি অত্যন্ত সংবেদনশীল ব্যক্তি এবং তাঁর নেতৃত্বে আন্দোলন আজ সাফল্য পেয়েছে। আমাদের সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে এবং এই দিশায় সবাই নিজেদের ভূমিকা পালন করেছেন।”

শিন্ডে আরও জানান, আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল হায়দরাবাদ গেজেটিয়ার বাস্তবায়ন। এ বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি জিআর (Government Resolution) জারি করেছে। তিনি বলেন, “এই সিদ্ধান্তে বহু মানুষের অবদান রয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আজ মারাঠা সমাজের একটি বড় আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়েছে।”

রাজনৈতিক মহল মনে করছে, এই পদক্ষেপের ফলে রাজ্যে চলতে থাকা সামাজিক অস্থিরতা কিছুটা হলেও কমবে। তবে আন্দোলনের ভবিষ্যৎ পথ কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করবে সরকারের প্রতিশ্রুতি কার্যকর করার ওপর।