মাওবাদীদের ‘৪৫ লাখ টাকার মাথা’ পড়ল ছত্তিশগড়ের মাটিতে! খতম শীর্ষ মাও নেতা ভাস্কর রাও

মাও নেতা ভাস্কর রাওকে খতম করল কোবরা বাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
bhaskar rao

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন এক শীর্ষ মাওবাদী নেতা ভাস্কর রাও ওরফে মাইলারাপু আদেলু। তাঁর মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ভাস্কর তেলঙ্গানার আদিলাবাদ জেলার উরুমাদালা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিপিআই (মাওবাদী)-এর তেলঙ্গানা রাজ্য কমিটির মাঞ্চেরিয়াল-কোমারম্ভীম (এমকেবি) বিভাগের সম্পাদক এবং বিশেষ জোনাল কমিটির সদস্য ছিলেন।

নিরাপত্তা বাহিনী ভাস্করের দেহের পাশ থেকে একটি একে-৪৭ রাইফেল, বিস্ফোরক এবং আরও অস্ত্র উদ্ধার করেছে। ওই এলাকায় এখনও মাওবাদীদের তল্লাশি অভিযান চালাচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স (STF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং COBRA বাহিনী।

এই ঘটনার একদিন আগেই, বৃহস্পতিবার (৫ জুন), বিজাপুরেই আরেক শীর্ষ মাওবাদী নেতা সুধাকর ওরফে গৌতমকে খতম করা হয়েছিল। তিনিও ছিলেন সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। তাঁর কাছ থেকেও একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

mao odi.jpg

এই টানা অভিযানে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এর আগে ২১ মে নারায়ণপুর জেলার আবুজমাদ এলাকায় মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদক বাসবরাজুকে খতম করা হয়, যাঁর সঙ্গে আরও ২৫ জন মাওবাদী নিহত হন।

তিন সপ্তাহের মধ্যে এই তিনটি অভিযান মাওবাদী সংগঠনের নেতৃত্বে বড় ধাক্কা বলে মনে করছে প্রশাসন। মাও আন্দোলনের ঘাঁটি বলে পরিচিত বস্তার অঞ্চলে এই অভিযানের ফলে নিরাপত্তা ব্যবস্থার বড় অগ্রগতি বলেই মত বিশ্লেষকদের।