/anm-bengali/media/media_files/tJkKktM4RuWtCkZ2iqTm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ অমিত মালব্য়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল সিনহার ভাই শান্তনু। তার দাবী যে, '' অমিত মালব্যকে মহিলা জোগান দিয়ে পদ পেয়েছেন বাংলার একাধিক নেতা। ''
ফেসবুক ওয়ালে শান্তনু সিনহা লিখেছেন,'' অমিত মালবিয়া কি এখনও কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে, কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালবিয়া বা দিল্লী থেকে পাঠানো অবসারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদককের পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয়।”
তিনি আরও বলেছেন যে, '' তৃণমূল স্তরে প্রচার করতে ব্যর্থ দল। জন সংযোগে ব্যর্থ। সংখ্যালঘুদের কাছে পৌঁছতে ব্যর্থ। অমিত মালব্য নিজে যা চেয়েছেন সেটাই করেছেন। তৃণমূলস্তরের কর্মীদের কথা শোনেননি। ''
Disgusting revelation!@BJP4Bengal leader & Hindu Samhati President, Santanu Sinha alleges @AmitMalviya indulged in exploiting women for political favors.@BJP4India's bankruptcy reaches new lows. Using women as pawns is becoming a trend in their West Bengal unit. pic.twitter.com/OBqf8Fv5wU
— রাজ বিশ্বাস | Raj Biswas (@BanglarRaj) June 8, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us