দাঙ্গার ডাক ও সমাজকে অস্থির করার চেষ্টা ! সমাজবাদী পার্টির সাংসদের মন্তব্যে তীব্র আক্রমণ মনোজ তিওয়ারির

কি বললেন মনোজ তিওয়ারি ?

author-image
Debjit Biswas
New Update
manoj tiwari

নিজস্ব সংবাদদাতা : সংসদের শীতকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির (SP) সাংসদ মহিবুল্লাহ নাদভি-র একটি মন্তব্যের জেরে আজ তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি নাদভির এই মন্তব্যকে 'চরম অপরাধমূলক' আখ্যা দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

manoj tiwartiq1.jpg

তিনি বলেন,''আমার মতে, এটি একটি চরম অপরাধমূলক বিবৃতি, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, সমাজকে সহিংসতার দিকে ঠেলে দেয় এবং এটি দাঙ্গার ডাক বলে মনে হচ্ছে। তিনি সংসদ সদস্য হলেও, দেশের আইন ও সংবিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ফৌজদারি ধারায় ব্যবস্থা নিতে হবে।"