রোডশো চলাকালে হামলার অভিযোগ তুললেন মনোজ তিওয়ারি

আরজেডি সমর্থকদের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-02 9.37.46 AM

নিজস্ব সংবাদদাতা: বিহারের বক্সারের দুমরাঁও এলাকায় রোডশো চলাকালে হামলার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন, “আমরা দুমরাঁওয়ে রোডশো করছিলাম, আরজেডি সমর্থকদের আচরণে আমি বিস্মিত। তারা আচমকা রোডশোয় ঢুকে স্লোগান দিতে শুরু করে। প্রথমে আমাদের দিকে হুঁশিয়ারি ও কটূক্তি ছোড়া হয়, এরপর কেউ গিয়ে আমাদের গাড়িতে আরজেডির পতাকা লাগানোর চেষ্টা করে।”

তিওয়ারির দাবি, যখন তাদের পক্ষ থেকে প্রতিরোধ করা হয়, তখন ভিড় আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি বলেন, “তারা আমাদের গাড়ি ঘিরে ফেলে, আক্রমণ করতে চায় এবং অশালীন ভাষায় গালাগাল দেয়। মোকামার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আমরা গাড়ি চালকদের দ্রুত সরে যেতে বলি, কিন্তু তখনও তারা লাঠি নিয়ে আমাদের গাড়িতে আঘাত করে।”

তিনি আরও জানান, “আমরা বিষয়টি নিয়ে এসপি’র সঙ্গে কথা বলেছি এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনকালীন এমন আচরণ একেবারেই অপরাধমূলক। আমি প্রশাসন ও মহাগঠবন্ধন নেতাদের কাছে অনুরোধ করছি—এ ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”