বিহার নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ঝা

“মিথ্যার পাহাড় গড়েছেন প্রধানমন্ত্রী”—বিহারে খুনের ঘটনার পর মোদিকে আক্রমণ মনোজ ঝার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-19 11.44.59 AM

নিজস্ব সংবাদদাতা: বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন আরজেডি নেতা মনোজ ঝা। শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যার পাহাড় তৈরি করেছেন। মণিপুর বা বিহারের দিকে তাঁর নজর নেই। বিহারে গত ১৫ দিনে ৩৭টি খুন হয়েছে। আপনি কি তা দেখেছেন?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “মুজ্জাফরপুরের সেই মেয়েটির সঙ্গে কী ঘটেছে, তার খোঁজ নিতে তো কোনও তথ্য অনুসন্ধানকারী দল পাঠাননি। কিন্তু পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় কিছু ঘটলেই কেন্দ্রীয় দল পাঠিয়ে দেন। তাহলে বিহার ভিন্ন রাজ্য?”

মনোজ ঝার কটাক্ষ, “যখনই বিহারে কিছু ঘটে, তখন আপনার সরকার সেলোটেপ দিয়ে ঢেকে দেয়, আর টেলিপ্রম্পটার খালি হয়ে যায়। আপনার ভাষণেও বিহারের কোনও উল্লেখ থাকে না।”

আরজেডি নেতা দাবি করেন, বিহারের জনগণ সব দেখছে এবং সময় এলে তার উত্তর দেবে। রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা ও কেন্দ্রের নীরবতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।