BREAKING: খবরে থাকার জন্যই গুরুত্বহীন কথা বলেন রাহুল গান্ধী ! এবার রাহুল গান্ধীকে একহাত নিলেন মনোহর লাল খট্টর

কি বললেন মনোহর লাল খট্টর ?

author-image
Debjit Biswas
New Update
RAHUL GANDHI

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক কিছু মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন,''রাহুল গান্ধীকে তো কিছু না কিছু বলতেই হয় শুধুমাত্র খবরে থাকার জন্য এবং কোনওভাবে আলোচনায় থাকার জন্য। এটাও ঠিক তেমনই একটা মন্তব্য। এই মন্তব্যের কোনও গুরুত্বই নেই।”

manohar lalkh.jpg