/anm-bengali/media/media_files/2025/09/07/screenshot-2025-09-07-443-pm-2025-09-07-16-56-59.png)
নিজস্ব সংবাদদাতা: প্রবল বন্যার জেরে পাঞ্জাবের বিস্তীর্ণ চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান ও অন্যান্য ফসল ডুবে যাওয়ার পাশাপাশি জমিতে বালির স্তর জমে ভবিষ্যতের ফসল উৎপাদন নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এই পরিস্থিতি ঘিরে আশ্বাস দিলেন আম আদমি পার্টির নেতা ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মানিশ সিসোদিয়া।
তিনি বলেন, “কৃষকরা ইতিমধ্যেই বিপুল ক্ষতির মুখে পড়েছেন। এখন তাঁদের ভয়, জমিতে জমে থাকা বালি শীতকালীন রবি ফসল বপনে সমস্যা তৈরি করবে। নভেম্বর-ডিসেম্বরে বালি না সরালে চাষে বড় বাধা আসবে।”
/anm-bengali/media/post_attachments/fbc8e5c3-614.png)
সিসোদিয়া আরও জানান, বর্তমান খনন নীতি অনুমতি ছাড়া বালি উত্তোলনের সুযোগ দেয় না। তবে কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী আগামী এক-দু’দিনের মধ্যেই একটি বিশেষ নীতি আনবেন, যার ফলে কৃষকরা নিজেদের জমি থেকে বালি তুলতে পারবেন।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “আম আদমি পার্টির পক্ষ থেকে আমি কৃষকদের জানাতে চাই, আপনাদের সমস্ত উদ্বেগ সরকারের কাছে পৌঁছে গেছে। সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সুস্থ হলেই তা ঘোষণা করবেন।”
কৃষক মহলে সিসোদিয়ার এই বক্তব্য আশার সঞ্চার করেছে। তবে সরকারি ঘোষণার জন্য এখনও অপেক্ষা করতে হবে।
#WATCH | Chandigarh: AAP leader and party's Punjab in-charge Manish Sisodia says, "...Farmers are very worried about their crops. The crops that have been submerged due to the floods. The damage is already done. But they are worried that the sand that is flowing into the fields… pic.twitter.com/3Y6xMc4GYb
— ANI (@ANI) September 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us