নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুর হিংসা নিয়ে ইন্ডিয়া জোটকে করলেন নিশানা।
/anm-bengali/media/post_attachments/fe0e216cc63026fef68c65f6cdc300fe4830e86b4b39061ab07a31ba797ddd6e.jpg)
'আমি বিরোধীদের কাছে, কংগ্রেসের নেতৃত্বে ভারত গোষ্ঠীর কাছে আবেদন জানাতে চাই - দয়া করে তুচ্ছ রাজনীতি করবেন না। এমনকি বাজেট আলোচনায়ও তারা ইস্যু করার চেষ্টা করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি স্পষ্ট করেছেন, মণিপুর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট তহবিল পাচ্ছে...তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মণিপুরের বিষয়টি উত্থাপন করেছেন, তিনি মণিপুর সম্পর্কে কী জানেন? কেন তিনি বাংলার কথা চিন্তা করেন না, গত ১০ বছর ধরে সেখানে কী হচ্ছে, যেখানে রাস্তায় নারীদের মারধর করা হচ্ছে? এখনে মণিপুরে শান্তি ফিরিয়ে আনা হচ্ছে। কেন তারা উসকানি দেওয়ার চেষ্টা করছে?'
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)