/anm-bengali/media/media_files/2QgY1rdltFGMy2nxUmP2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই দিলেন এন বীরেন সিং (N Biren Singh)? শোনা যাচ্ছে, নিজের পদত্যাগপত্র আজ শুক্রবার মণিপুরের রাজ্যপালের কাছে পাঠিয়েও দিয়েছিলেন বীরেন সিং। যদিও তাঁর সমর্থকরা মুখ্যমন্ত্রীর ইস্তফা পত্র ছিঁড়ে দেন।
এদিকে এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইম্ফলের বাসভবনের কাছে তাঁকে সমর্থন জানাতে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন মহিলা।
প্রায় দুই মাস ধরে রাজ্যে হিংসা না সামলানোর জন্য সমালোচনার মুখে থাকা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ পদত্যাগের একেবারে দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু জনসাধারণের চাপে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে দাবি করেছেন রাজ্যের এক প্রবীণ মন্ত্রী। মন্ত্রী বলেন, বীরেন সিং গভর্নর হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু ইম্ফলের বাসভবনের বাইরে মানুষের বিশাল সমর্থন দেখে তিনি দাঁড়িয়ে পড়েন।
তাঁর বাসভবনের কাছে শতাধিক মহিলা জড়ো হয়ে মানববন্ধন করে বলেন, তাঁরা চান না যে বীরেন সিং পদত্যাগ করুন।
#WATCH | Several women gathered near Manipur CM N Biren Singh's residence in Imphal to support the CM. pic.twitter.com/9WqcmCflRB
— ANI (@ANI) June 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us